বাংলাদেশের জন্য সহজ হলো ব্রিটিশ ভিসা আবেদন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করেছে ব্রিটেন। এ জন্য সম্প্রতি অন ডিমান্ড মোবাইল ভিসা (ওডিএমভি) নামে নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে।

সোমবার দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে নতুন এই পদ্ধতিতে এখন থেকে ব্রিটিশ ভিসার জন্য বাংলাদেশিদের আর ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে না। তারা নিজ বাড়ির কাছাকাছি ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন। ভিসা পরিসেবা আরও উন্নত করতে ভিসা ও অভিবাসন বিভাগ ওডিএমভি নামে বিশেষ এ উদ্যোগ নিয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, ব্রিটেনের ভিসা ও অভিবাসন বিভাগ ধারাবাহিকভাবে সেবার মানোন্নয়নের চেষ্টা চালাচ্ছে। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ভিএফএস গ্লোবাল মোবাইল সেবা চালু করছে।

তিনি বলেন, এই সেবা চালুর ফলে বাংলাদেশিরা ভিসা আবেদন কেন্দ্রগুলোর বাইরে আবেদনপত্র ও বায়োমেট্রিক ডাটা জমা দিতে পারবেন। ঢাকার গ্রাহকদের জন্য আবেদনপত্র জমা দিতে আর ভিসা আবেদন কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।