ঈদ ফেরত মানুষের ঢল গাবতলী বাস টার্মিনালে


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২২ জুলাই ২০১৫
ফাইল ছবি

ঈদ ফেরত মানুষের ঢল নেমেছে গাবতলী বাস টার্মিনাল এলাকায়। সকাল ১০টার পর থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসগুলো একের পর এক পৌঁছাতে থাকে গাবতলী টার্মিনাল এলাকায়। এ দিকে যাত্রীরা বলছেন, যানজটের ভোগান্তি না থাকলেও কোনো কোনো গাড়িতে দুই তিনগুণ বেশি ভাড়া দিয়ে তাদের আসতে হয়েছে।

বুধবার বেলা ১১টায় সরেজমিন গাবতলী টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঝিনাইদহ, যশোর, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা, রংপুরসহ উত্তরবঙ্গ থেকে এসে থামছে সোহাগ পরিবহন, রাজধানী এক্সপ্রেস, কে লাইন, বাংলা ট্রাভেল, কমপোর্ট লাইন, সৌখিন পরিবহনের গাড়িগুলো। বেশি ভাড়া দিয়ে আসলেও সবার মুখে আনন্দের হাসি দেখা গেছে।

রাজধানী এক্সপ্রেসে ফরিদপুর থেকে আসা যাত্রী ফেরদৌস হুসাইন মবিন জাগো নিউজকে জানান, ৩শ` টাকার ভাড়া ৫শ` ৮০ টাকা দিয়ে এলাম। তবুও শুকরিয়া অন্য কোনো ভোগান্তি ছিল না।

তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় হাইওয়ে পুলিশ সক্রিয় থাকায় চাঁদাবাজি ও যানজট অনেকাংশ কম ছিল । ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির হওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

ঈদ ফেরত যাত্রীদের চাপ বেশি থাকায় গাবতলী টার্মিনালে যাত্রী নামিয়ে আবার খালি ফিরে যাচ্ছে বাসগুলো। এ কারণে গাবতলীতে নেই আগের মতো যাত্রীদের জন্যে অপেক্ষমাণ সারি সারি বাস। ঘটছে না টানা হেচড়ার মতো অপ্রিতীকর ঘটনা।

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আজ সারাদিন দুই শতাধিক যাত্রীবাহী বাস আসবে গাবতলী বাস টার্মিনালে।

আরএম/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।