২ মার্চ হাতিরঝিলে হাফ ও মিনি ম্যারাথন
আগামী ২ মার্চ সকাল ৬টায় রাজধানীর হাতিরঝিল পার্কিং জোনে ‘হাফ ম্যারাথন’ ও ‘মিনি ম্যারাথন’ অনুষ্ঠিত হবে। ইভেন্ট দুটিতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আসা নারী ও পুরুষ প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন।
আজ (রোববার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
‘ঢাকা রান লোডস’ এবং ‘থাউজেন্ড মাইলস এক্সপেডিশন বাংলাদেশ’ এর যৌথ আয়োজনে ঢাকায় ‘ঢাকা হাফ ম্যারাথন ২০১৮’ নামে ম্যারাথন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ইভেন্টটির মূল স্পন্সর নেসলে বাংলাদেশ লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে এপেক্স ফুটওয়ার লিমিটেড ও মিল্ভিক বাংলাদেশ লিমিটেড। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেড ও জানালা বাংলাদেশ লিমিটেড। এছাড়া কমিউনিটি পার্টনার হিসেবে বিডি রানার, রেডিও পার্টনার হিসেবে রেডিও স্পাইস এবং ফুড পার্টনার হিসেবে খুশবু এই ইভেন্টে যুক্ত থাকছে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির। এতে ঢাকা হাফ ম্যারাথনের আহ্বায়ক ঢাকা রান লোডস এর পরিচালক ও বিডি রানার এর মডারেটর ইমতিয়াজ ইলাহী, বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, মূল স্পন্সর নেসলে বাংলাদেশ এর পক্ষে হেড অব মার্কেটিং কমিউনিকেশন্স সার্ভিস শাম্মী রুবায়েত করিম, গোল্ড স্পন্সর এপেক্স ফুটওয়ার লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অপারেশন) প্রদীপ কান্তি সাহা, মিল্ভিক বাংলাদেশ লিমিটেডের পক্ষে কান্ট্রি ম্যানেজার আকিরা মরিটা এবং জানালা বাংলাদেশ এর চেয়ারম্যান এস এম মোবাশ্বের হোসেনসহ সংশিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এফএইচএস/এমবিআর/জেআইএম