‘মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ সংরক্ষিত কোটার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড (কেন্দ্রীয় কমিটি)।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে’ এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। স্বাধীনতার এত বছর পরও আমাদের ৩০ শতাংশ কোটার দাবিতে রাস্তায় নামতে হয়। আমরা আশা করি, প্রধানমন্ত্রী বিষয়টির দিকে নজর দেবেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বলেন, চাকরি ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। যারা কোটা পদ্ধতির বিরোধিতা করে তারা এ দেশের শত্রু, তারা স্বাধীনতাবিরোধী পাকিস্তানি প্রেতাত্মা তাদের ভিতরে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রচার সম্পাদক মনিরুজ্জামান, কেন্দ্রীয় গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিবুল্লাহ মেজবাহ্, বাংলাদেশ প্রজন্ম সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবিব, সদস্য শহিদুল ইসলাম, জাফর ইকবাল নান্টু প্রমুখ।

এএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।