সদরঘাটে রাজধানীমুখো মানুষের ভিড়
নদীপথে দক্ষিণাঞ্চলের একমাত্র রুট সদরঘাট দিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন শহরমুখী মানুষ। ফলে সদরঘাটে গত দুই দিনের তুলনায় রাজধানীমুখো মানুষের ভিড় বেড়েছে। আজ (বুধবার) সকালে সদরঘাট ঘুরে এ চিত্র দেখা গেছে। পিরোজপুর, ভোলা, বরিশাল, চাঁদপুরসহ এ পথ দিয়ে চলাচলকারী লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় আরো বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিংষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, সদরঘাটে এসে ঢাকায় পৌঁছার পর শহরমুখী মানুষগুলোর মুখে হাসি। লঞ্চপথে যাতায়াত আরামদায়ক ও নিরাপদ বলে জানান এই রুটের বেশিরভাগ যাত্রী। বরিশাল থেকে আগত মো: মোশারফ জাগো নিউজকে জানান, পরিবার পরিজন নিয়ে নিরাপদেই ঢাকা পৌঁছেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের পর থেকে আজ (বুধবার) পর্যন্ত স্বাভাবিক গতিতেই লোকজন ঢাকায় ফিরছেন। তবে গত দুই দিনের তুলনায় আজ লোকজন কিছুটা বেশি এসেছে। বুধবার সকালের প্রতিটি লঞ্চ নিরাপদে সদরঘাটে এসে পৌঁছেছে।
সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদে কোন ধরনের ঝুঁকি ছাড়াই যাত্রীরা আসা যাওয়া করছেন। যানজট এড়াতে নদীপথে সবসময় যাতায়াত করেন এসব যাত্রী।
এমএম/এসআইএস/এমএস