শেখ হাসিনা সরকারের আমলে মানুষ নিশ্চিন্তে ঈদ করবে : আইনমন্ত্রী


প্রকাশিত: ০৩:১২ এএম, ২২ জুলাই ২০১৫

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন দেশের মানুষ নিশ্চিন্তে ঈদ করতে পারবেন। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশের মানুষের জন্য রাজনীতি করেন, সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য রজমানের দুই মাস আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেছিলেন।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউছার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল, লুৎফুন নাহার (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ প্রমুখ।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।