হিন্দুদের সম্পত্তি অবৈধভাবে দখলের দিন শেষ : ভূমি মন্ত্রী
হিন্দুদের সম্পত্তি অবৈধভাবে আর কেউ দখল করতে পারবে না বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। রোববার রাজশাহী নগরীর একটি চাইনিজ রেঁস্তোরায় ‘অর্পিত সম্পত্তির ব্যবস্থাপনা’ সম্পর্কে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেছেন, হিন্দুদের সম্পত্তি অবৈধভাবে দখল করে জাল-দলিল বা ভুয়া কাগজপত্র তৈরি করে জোর জবরদস্তির সুযোগ আর কেউ পাবে না।
মন্ত্রী আরও বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের মূল লক্ষ্য হলো ভূমির প্রকৃত মালিকদের কাছে জমি ফিরিয়ে দেয়া। সরকার ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির ক্ষেত্রে যে সকল সম্পত্তির হোল্ডিং বৈধভাবে খোলা হয়েছিল এবং ভূমি উন্নয়ন কর আদায় করা হতো সে সকল সম্পত্তির ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর পুনরায় আদায়ের নির্দেশ প্রদান করেছে। সে অনুসারেই সবাইকে কাজ করতে হবে।
শামসুর রহমান শরীফ বলেন, সিদ্ধান্ত গ্রহণের সময় ন্যায়-নীতি ও জনস্বার্থের দিকটি অধিকতর বিবেচনায় রাখতে হবে। মনে রাখতে হবে কাজটা দ্রুত শেষ করা দরকার।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন) মনিরুল ইসলাম, উপসচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।