এইচএসসিতে ভর্তিচ্ছুদের নতুন তালিকা বৃহস্পতিবার
এইচএসসিতে ভর্তিচ্ছুদের নতুন তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এর আগে ভর্তি হতে না পারা ও আগে অনলাইনে আবেদন করেনি এমন ৮২ হাজার শিক্ষার্থী মঙ্গলবার শেষ দিনে বিকাল পর্যন্ত আবেদন করেছে। নতুন তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ২৫ ও ২৬ জুলাই ভর্তি হতে পারবে বলে জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন জানান, এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৪৭ হাজার শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন হয়েছে।
প্রথম ধাপে ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথম মেধাতালিকায় ১০ লাখ ৯৩ হাজার শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন করা হয়। এদের মধ্যে ভর্তি হয় ৯ লাখ ২৩ হাজার শিক্ষার্থী।
এসআইএস/এমএস