ডিজিটালাইজড হচ্ছে মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

ডিজিটালাইজড হচ্ছে মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রম। প্রথমে দেশের সাত উপজেলায় খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে এ ভাতা বিতরণ শুরু হবে। এ পদ্ধতিতে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর কাছে ভাতা চলে যাবে। এ ক্ষেত্রে সুবিধাভোগী কোনো রকমের হয়রানির শিকার হবেন না। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন ও ভাতা প্রদানে বিশৃঙ্খলা নিয়ে মাঝেমধ্যেই গণমাধ্যমে নিউজ হয়। এ সমস্যা সমাধানে সরকার সুবিধাভোগী নির্বাচন ও ভাতা প্রদান কার্যক্রম ডিজিটালাইজড করার কার্যক্রম হাতে নিয়েছে। মন্ত্রণালয়ের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মতো এটি বাস্তবায়ন হবে।

সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের ‘ট্র্যানজেটিভ পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর সোসাইল প্রটেকশন’ (এসপিএফএমএসপি) প্রকল্পের মাধ্যমে এটি করা হবে। এ কার্যক্রম মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।

এরই অংশ হিসেবে বুধবার অর্থ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়। এতে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজিজুল আলম এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি এমআইএস টিম।

এফএইচএস/জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।