আরও ২ হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজার জেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কারে বিশেষ বরাদ্দ দেয়ার কথা বিবেচনা করছে সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের খোরশেদ আরা হকের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজার জেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় উন্নয়ন খাতে চলতি অর্থবছরে ৩৩৪ কোটি ২৪ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের আবেদনের প্রেক্ষিতে বিশেষ বরাদ্দ প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে বর্তমানে দেশে ২ হাজার ৪৮৭টি সাইক্লোন সেন্টার রয়েছে জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, ‘আরও ২ হাজার ৯৭টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজন।’

সংরক্ষিত মহিলা আসনের সানজিদা খানমের এ সংক্রান্ত প্রশ্নের মায়া আরও জানান, তার মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন ৭৫২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

স্বতন্ত্র সংসদ সদস্য মো. আব্দুল মতিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হাওড় ও পাহাড়ি জেলাগুলোর দুর্যোগ অবস্থা বিবেচনা করে সেসব জেলাকে বিশেষ প্রাধান্য দিয়ে জিআর (চাল ও নগদ অর্থ) বিতরণ করছে সরকার। এছাড়া কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টিআর (টেস্ট রিলিফ) কার্যক্রমেও ওই জেলাগুলো অগ্রাধিকার পাচ্ছে।

সরকার দলীয় মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে মায়া জানান, সারা দেশের গ্রামীণ রাস্তায় ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ৮ হাজার ২১০টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে আরও ৪ হাজার ৭৮৩টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে।

এইচএস/জেএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।