গাজীপুর ও রংপুরে আলাদা পুলিশ বাহিনী গঠনের বিল সংসদে
স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন ও তা পরিচালনার জন্য বিধান প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে পৃথক দু’টি বিল উত্থাপন করা হয়েছে।
রোববার ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন-২০১৮’ ও ‘রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৮’ নামের বিল দু’টি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিল দুটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগরী পুলিশ আইনের উদ্দেশ্য প্রসঙ্গে বলা হয়েছে, গাজীপুর ও টঙ্গী পৌরসভার মোট ৩২৯ দশমিক ৯০ বর্গ কিলোমিটর এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠন করা হয়। এ এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নতির লক্ষ্যে বিলটি সংসদে উত্থাপন করা হলো।
একই উদ্দেশ্য বর্ণনা করে রংপুর মহানগরী পুলিশ আইন প্রসঙ্গে বলা হয়েছে, রংপুর পৌর ও সংলগ্ন এলাকার মোট ২০৩ দশমিক ৬৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রংপুর সিটি কর্পোরেশন গঠিত।
এইচএস/এএইচ/আরআইপি