৩২ ধারা বাতিলের দাবিতে সাংবাদিকদের আন্দোলনের হুঁশিয়ারি
প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ১৯ এবং ৩২ ধারা বাতিল না করলে কঠোর আন্দোলন দেয়ার হুশিয়ারি দিয়েছে সাংবাদিকরা।
শনিবার সকালে রাজধানীর শাহাবাগে 'আমরা সংবাদকর্মী' ব্যানারে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এ আন্দোলনের হুশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শুকুর আলী শুভ বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ করতেই এই ৩২ ধারার করা হয়েছে। এই কালো ধারা বাতিল করতে হবে।
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, সরকার আমাদের কথা দিয়েছিল ৫৭ ধারা বাতিল করবে। কিন্তু বাতিলের পরিবর্তে ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনের নামে যে কালো আইন করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই কালো অাইন দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা চলছে। অবিলম্বে এই আইন বাতিল না করলে কঠোর অান্দোলন করা হবে।
ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, আমাদের দেশের সংবিধান বলে গণমাধ্যম স্বাধীন। কিন্তু সেই গণমাধ্যমের স্বাধীনতা আমরা দেখছি না। তাই আজ আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। অামরা সংবিধানের অধিকার সমুন্নত রাখতে চাই। তাই অবিলম্বে এই ৩২ ধারা বাতিল করতে হবে।
মানববন্ধনে সাংবাদিকরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগও দাবি করেন।
এআর/এমবিআর/জেআইএম