ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৮

দুই দিনের সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বাংলাদেশে আসছেন আজ (শুক্রবার)। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই তার এই সফরের লক্ষ্য। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে, সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যু, ২০১৬ সালে বাংলাদেশের কার্গো বিমানের ওপর ব্রিটেনের আরোপিত নিষেধাজ্ঞা এবং ব্রেক্সিট ও ভিসা সংশ্লিষ্ট বিষয়াদিও গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বরিস জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।