একুশে পদক পাচ্ছেন ২১ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, গায়ক খুরশীদ আলম, লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, অভিনেতা হুমায়ুন ফরীদিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট ব্যক্তি চলতি বছর ২০১৮ একুশে পদক পাচ্ছেন।

বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেবেন।

ভাষা আন্দোলন- ভাষা আন্দোলনে একুশে পদক পেয়েছেন মরহুম আ জা ম তকীয়ুল্লাহ ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম।

in

শিল্পকলা-সংগীত: শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, খুরশীদ আলম ও মতিউল হক খান সংগীতে একুশে পদক জিতেছেন।

শিল্পকলা নৃত্য: মীনু হক (মীনু বিল্লাহ) এবার নৃত্যে একুশে পদক পেয়েছেন।

শিল্পকলা অভিনয়: মরহুম অভিনেতা হুমায়ুন ফরীদিকে (হুমাযুন কামরুল ইসলাম) অভিনয় ক্যাটাগরিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

শিল্পকলা নাটক: নিখিল সেন (নিখিল কুমার সেনগুপ্ত) নাটকে একুশে পদক পাচ্ছেন।

শিল্পকলা চারুকলা: চারুকলায় একুশে পদক জিতেছেন কালিদাস কর্মকার।

শিল্পকলা আলোকচিত্র: এবার গোলাম মুস্তাফা আলোকচিত্রে একুশে পদক পাচ্ছেন।

সাংবাদিকতা: সাংবাদিকতায় পদক পাচ্ছেন রণেশ মৈত্র।

গবেষণা: মরহুমা ভাষা সৈনিক প্রফেসর জুলেখা হক গবেষণায় একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

অর্থনীতি: অর্থনীতিতে পদক জিতেছেন ড. মইনুল ইসলাম।

সমাজসেবা: সমাজসেবায় এবার একুশে পদক পাচ্ছেন নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করা অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

ভাষা ও সাহিত্য: সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন এবং মরহুম খালেকদাদ চৌধুরী ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন।

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ দুই লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

বাংলাদেশের সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষা সৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।

আরএমএম/এমআরএম/জেআইএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।