পিডিবির নতুন চেয়ারম্যান মাকছুদুল হাসান


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২১ জুলাই ২০১৫

প্রকৌশলী খোন্দকার মাকছুদুল হাসানকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩২তম চেয়ারম্যান হিসেবে  নিয়োগ দেয়া হয়েছে। সোমবার  তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি একই প্রতিষ্ঠানের সদস্য (বিতরণ) হিসেবে দায়িত্ব পালন করেন। কে এম হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৮০ সালে তিনি পিডিবিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি জার্মান, ফ্রান্স, সুইডেন, ফিনল্যান্ড, জাপান, চীন, ভারত, ভুটান ও কাতার সফর করেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।