জাতীয় সংসদ ঘুরে দেখলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে জাতীয় সংসদ ভবন ঘুরে দেখেছেন। বুধবার তিনি সংসদে যান। এ সময় তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ এবং বিভিন্ন লবি ঘুরে ঘুরে দেখেন এবং সংসদ ভবনের স্থাপত্য শৈলীর প্রশংসা করেন।

সুইজারল্যান্ডের রাষ্ট্রপতিকে সংসদ ভবনে স্বাগত জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় সংসদের চিফ হুইপ আ. স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, মো. শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহিম ও মো. শাহাব উদ্দিন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টাইন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।