‘সোহেল পুলিশের কোনো ইউনিটের কাছে নেই’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশের কাছে এধরণের কোনো তথ্য নেই। পুলিশ তাকে গ্রেফতার করেনি। আমি পুলিশের বিভিন্ন ইউনিটে কথা বলেছি কেউ তাকে গ্রেফতার করেনি।’

বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির পক্ষ থেকে গ্রেফতারের দাবির বিষয়ে কমিশনার বলেন, ‘এ ধরনের আটকের কথা প্রোপাগান্ডা। জনমনে ভীতি সৃষ্টি করার জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে। নগরবাসীকে অনুরোধ করছি এ ধরনের গুজবে কান না দিতে।’

এর আগে মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সোহেলকে তুলে নেয়ার অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির দাবি, সিলেট থেকে খালেদার গাড়িবহরের সঙ্গে ফেরার পথে মালিবাগের গুলবাগ থেকে তাকে আটক করা হয়েছে। এরপর আর তার কোনো হদিস পাওয়া যায়নি।

এআর/আরএস/এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।