শাহজালাল বিমানবন্দরের কাস্টমস অফিসের দেয়ালধসে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধসে একজন মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন আটকা পড়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউসের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে পড়ে।

বিমানবন্দর থানার ওসি নুরে আযম জাগো নিউজকে বলেন, এ পর্যন্ত একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নিচে চাপা পড়েছেন।

shajalal-3

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিমানবন্দর থানা জানিয়েছে, আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

airport

ফায়ার সার্ভিস সদর দফতরের উপ-সহকারী পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, সিভিল এভিয়েশনের ড্রেন নির্মাণের কাজ চলছিল কয়েকমাস ধরে। কাজের এক পর্যায়ে শ্রমিকরা তাদের অদক্ষতার কারণে ড্রেন তৈরির সময় পাশের দেয়ালেল নিচ থেকে মাটি সরিয়ে ফেলে। তাই দেয়াল ধসে পড়ে। একজনকে আহত অবস্থায় উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ধরনের কাজে সাধারণত ইঞ্জিনিয়াররা উপস্থিত হয়ে নির্দেশনা দেন কিন্তু আজ এখানে কোনো ইঞ্জিনিয়ার ছিল না। উদ্ধার কাজ শেষে হয়েছে। দেয়ালের নিচে আর কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এআর/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।