খালেদার খালাস চেয়ে শাহজালালে বিশেষ দোয়া

মানিক মোহাম্মদ
মানিক মোহাম্মদ মানিক মোহাম্মদ , জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম গাড়িবহর থেকে
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাস চেয়ে হযরত শাহজালাল (র.) এর মাজারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাজারের খাদেম মাওলানা কবির।

এ সময় খালেদা জিয়া মাজারে নারীদের বসার স্থানে বসে মোনাজাতে অংশ নেন। দোয়ার আগে অনুষ্ঠিত মিলাদ পরিচালনা করেন মুফতি নেহাল উদ্দিন। মোনাজাতে খতিব মাওলানা কবির বলেন, ‘হে আল্লাহ খালেদা জিয়াকে মামলা থেকে সসম্মানে খালাস দান করেন। তারেক রহমান ও খালেদাকে দীর্ঘায়ু দান করেন।’

এর আগে মাগরিবের নামাজ শেষে ব্যক্তিগতভাবে পাঁচ মিনিট দোয়া করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ৬টায় তিনি মাজার জিয়ারত করেন।

মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকা থেকে আগত দলের নেতাকর্মী ও সিলেট বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। মোনাজাতের আগে মাজারে বসে দোয়া মাহফিলে অংশ নেন খালেদা জিয়া। মোনাজাত শেষে হযরত শাহ পরানের মাজারের দিকে রওনা দেন সাবেক এ প্রধানমন্ত্রী।

এমএম/জেএ/ওআর/এসএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।