সাত দিনের সফরে সিঙ্গাপুর গেছেন বিমান প্রধান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

দুইজন সফরসঙ্গী নিয়ে সাত দিনের সফরে সিঙ্গাপুর গেলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি। গতকাল রোববার সিঙ্গপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

সফরকালে বিমান বাহিনী প্রধান দেশটিতে এয়ার শো-তে প্রদর্শিত বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপ্লেসহ অংশগ্রহণকারী বিভিন্ন এয়ারস্পেস টেকনোলজি অ্যান্ড ইঞ্জিরিয়ারিং কোম্পানির প্যাভেলিয়ন পরিদর্শন করবেন। এছাড়া তিনি সিঙ্গাপুর বিমান বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগদের সঙ্গে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে বিমান বাহিনীতে নতুন বিমান ও প্রযুক্তি অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।