গরিব-দুস্থদের মধ্যে কোস্টগার্ডের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার সকাল ১১টায় কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে বাগেরহাটের মংলা উপজেলার শতাধিক শিশু, পঙ্গু বয়স্ক নারী ও পুরুষের মধ্যে ৪শ’ কম্বল বিতরণ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডারের পক্ষে লে. বিএন এম এইচ আই সিদ্দিক জানান, গরিব ও দুস্থ নারী–পুরুষসহ অসহায় জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের পক্ষ থেকে এ সহায়তা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোস্টগার্ড বাহিনী পরিবার কল্যাণ সংঘের আঞ্চলিক চেয়ারম্যান মিসেস অনামিকা মিনার।

বিশেষ অতিথি ছিলেন জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিনারুল হক। এ সময় অধিনায়ক সিজি বেইস মংলাসহ পশ্চিম জোনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোস্ট গার্ড পশ্চিম জোন পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যান মিসেস অনামিকা মিনার বলেন, আগামীতেও আমাদের গরিব ও দুস্থদের সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

জেইউ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।