মগবাজারের তিন খুনের ঘটনায় আটক আরও ৪
রাজধানীর মগবাজারের তিন খুনের ঘটনায় জড়িত আরও চারজনকে আটক করেছে র্যাব-৩। এদের মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি। এদের মধ্যে কালা বাবুর সহযোগি কামালও রয়েছে। র্যাব-৩ এর অপারেশন অফিসার রবিউল করীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুন্সিগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এরা হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাতে মগবাজারে খুন হন রানু আক্তার (৩০), বিল্লাল (২৮) ও মুন্না (২৫)। এ ঘটনায় রানুর ভাই হৃদয় (২২) গুলিবিদ্ধ হন। রেলের জমি দখল নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিহতের স্বজনরা দাবি করে আসছে এবং কালা বাবুকে প্রধান আসামি করে রানুর ভাই মগবাজার রেলওয়ে ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম ওরফে কালা চাঁদ রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি কালা বাবু গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।