শাহজালালে এক কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

হজরত শাহজালাল বিমানবন্দরে বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি -০৪০ ফ্লাইটে সৌদি আরব থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে ২৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ দল ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে শরীর তল্লাশি করে তার কাছ থেকে ২৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো ওই যাত্রীর শরীরের ভিতর লুকানো ছিল যা গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চারটি স্বর্ণের বারের ওজন ১ কেজি যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

জেএই/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।