দেশে নতুন ভোটার ৪৩ লাখ ২০ হাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮

এবার চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ নতুন ভোটার। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। দেশের সব জেলা, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণস্থানে চূড়ান্ত ভোটার তালিকা পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

এবার খসড়া ভোটার তালিকায় ছিল ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ ভোটার। চূড়ান্ত তালিকায় এর সঙ্গে যুক্ত হয়েছে ২৫ হাজার ৬৩০ জন। ফলে নতুন চূড়ান্ত ভোটার ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ জন।

জানা গেছে, হালনাগাদ ভোটার তালিকার আগে বিদ্যমান ভোটার রয়েছে ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। নতুন ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ জন নিয়ে তথ্যভাণ্ডারে এখন চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩১৩ জন ।

এইচএস/এএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।