১৪ জুলাই থেকে বাসের অগ্রিম টিকেট
ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বাসের অগ্রিম টিকেট আগামী ১৪ জুলাই থেকে বিক্রি শুরু করবেন বাস মালিকরা। রোববার দুপুরে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের গাবতলী কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. সালাউদ্দিন জানান, সকাল ১১টায় উত্তরবঙ্গের বাস মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দক্ষিণবঙ্গের ব্যবস্থাপকদের নিয়ে বৈঠক হয়। এই বৈঠকেই ১৫ রমজান থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। প্রতিবছরই বাসের অগ্রিম টিকেটের জন্য ব্যবস্থাপকদের নিয়ে এই বিশেষ বৈঠক হয়।
তিনি আরও বলেন, বৈঠকে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় করা না হয় সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী ভাড়া নেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বৈঠকে। সাধারণত প্রতি বছর ঈদের আগে ঘরে ফেরা মানুষের জন্য বাড়তি চাপ সামলাতে নির্ধারিত ট্রিপের চাইতে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়। এবারও তাই করা হচ্ছে। তবে যাত্রীদের সুবিধার্থে ঈদের জন্য ৭ দিনের অগ্রিম টিকেট বিক্রি করা হয়।
ঈদের আগে ট্রেন, লঞ্চ, বিআরটিসির পাশাপাশি গণপরিবহণগুলো বিশেষ টিকেটের ব্যবস্থা করে থাকে। প্রতিবছরই অগ্রিম টিকেট পেতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেকে টিকেট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে লোকাল বাসের যাত্রী হয়ে বাড়ি ফেরেন। তাই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে অগ্রিম টিকেটের জন্য আগামীকাল সোমবার থেকেই নির্দিষ্ট বাস কাউন্টারগুলোতে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা এমনটিই জানিয়েছেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।