রাজউকের অভিযানে সুপারশপ নন্দনকে ২ লাখ টাকা জরিমানা
আবাসিক ভবনে অবৈধভাবে পরিচালিত বাণিজ্যিক স্থাপনা অপসারণে রাজধানীর ধানমন্ডী এলাকায় অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ভবনের গ্রাউন্ডফ্লোর ও বেজমেন্টের জায়গা অনুমোদনহীনভাবে ব্যবহারের কারণে সুপারশপ ‘নন্দন’ কে ২ লাখ টাকা জরিমানা করে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
সোমবার রাজউকের নিবার্হী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং অথরাইজড অফিসার আশীষ কুমার সাহার নেতৃত্বে ও অন্যান্য সংস্থার সমন্বয়ে গঠিত টাক্সফোর্স ধানমন্ডী আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৩৭ নম্বর হোল্ডিংয়ের সুপারশপ ‘নন্দন’কে ২ লাখ টাকা জরিমানা করে অবৈধ স্থাপনা অপসারণ করা ছাড়াও একই অভিযানে ধানমন্ডীর ২৭ নম্বর রাস্তার ৩৫ নম্বর হোল্ডিংয়ের সেট-ব্যাক এলাকায় অনুমোদনহীন ‘খাজানা মিঠাই’ নামক একটি মিস্টির দোকান উচ্ছেদ করা হয়।
অন্যদিকে সুপারশপ ‘স্বপ্ন’ কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আতিকুর রহমান বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে রাজউকের এ অভিযান অব্যাহত থাকবে।
এএস/এমআরএম/আরআইপি