রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে বিদায় নিলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

তিন বছর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের (আইজিপি) দায়িত্ব পালন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন এ কে এম শহীদুল হক।

সোমবার তিনি এ সাক্ষাৎ করেন বলে পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস জানিয়েছেন। ৩১ জানুয়ারি তার শেষ কার্যদিবস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে তিনি বিদায়ী সাক্ষাৎ করেন। তিনি তার কর্মকালীন সময়ে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি পুলিশ বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। এ সময় আইজিপির সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুরে বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন আইজিপি। রাষ্ট্রপতিকে পুলিশের বর্তমান ও ভবিষৎ কার্যক্রম সম্পর্কে অবগত করেন তিনি।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এ কে এম শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এ পদে যোগ দিয়েছিলেন

এআর/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।