বিএনপির রাজনীতিতে সংকটের ছায়া নেমেছে : সেতুমন্ত্রী


প্রকাশিত: ১০:২৫ এএম, ১৯ জুলাই ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপন ঘরে যার শত্রু, তার শত্রুতা করার জন্য বাইরের শত্রু লাগে না।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক বিজয় রথে আজকে বিরোধী রাজনীতির সংকটের ছায়া নেমে এসেছে। আর এটাই হলো বাস্তবতা।

রোববার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, তারা নিজেরাই তাদের ভুল ও ব্যর্থতার খেসারত দিচ্ছে। যে কারণে আজকে দেশে বিরোধী রাজনীতি অনেক দুর্বল হয়ে পড়েছে।

মন্ত্রী আরো বলেন, দেশে প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ও নির্দেশনায় যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। ৭৩ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর সোনাপুর থেকে চট্রগ্রামের জোরারগঞ্জ পর্যন্ত একটি সড়ক হবে। এটি বাস্তবায়ন হলে এ এলাকার আর্থ সামাজিক উন্নয়ন হবে বলেও জানান তিনি।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রিক শিক্ষারমান নয়, উন্নতমানের শিক্ষার দরকার। এজন্য ভালো শিক্ষক দরকার। শিক্ষা জীবিকার জন্য নয়, জীবনের জন্য হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মিজানুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।