চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৬ : তদন্ত কমিটি গঠন


প্রকাশিত: ০৮:১৮ এএম, ১৯ জুলাই ২০১৫

চট্টগ্রামে পাহাড় ও দেওয়াল ধসে ৬ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো.ইলিয়াছ হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা  দিতে বলা হয়েছে।

এদিকে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসতি সরিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য মাইকিং করা হচ্ছে। টাইগারপাস শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত ২টার দিকে আমিন কলোনিতে পাহাড় ধসে একই পরিবারের তিন শিশুসহ ছয়জনের মৃত্যুর পর এই তদন্ত কমিটি গঠন করা হয়।

# চট্টগ্রামে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।