জারে ‘কাঁচা পানি’ বাজারজাত, ৪ প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

রাজধানীর মোহাম্মদপুরে ওয়াসার পানি বিশুদ্ধ না করে সরাসরি জারে ভরে বিভিন্ন দোকানে বাজারজাত করার অভিযোগে ৪টি প্রতিষ্ঠান বন্ধ করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে এক অভিযানে এ ব্যবস্থা নেয়া হয়েছে। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে পরিচালিত বিএসটিআইয়ের সঙ্গে সমন্বয় করে অভিযানটি চালানো হয়।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জাগো নিউজকে বলেন, বিশুদ্ধ না করে খাবার পানি বাজারজাত করায় ৪টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ওইসব প্রতিষ্ঠানের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

water

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সাফিয়া ড্রিংকিং ওয়াটার, স্বচ্ছ ড্রিংকিং ওয়াটার, রিলায়েবল ড্রিংকিং ওয়াটার এবং অন্তর ড্রিংকিং ওয়াটার। অভিযানের সময় রিলায়েবল ড্রিংকিং ওয়াটারের মালিজ বেলাল এবং ম্যানেজার মোহাম্মদ শাওনকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে ওই চার প্রতিষ্ঠানের ৪ হাজার ৬০০ পানির জার ধ্বংস করা হয়েছে।

এআর/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।