শীতের প্রবণতা বাড়তে পারে
দেশের দক্ষিণাঞ্চলে শৈত্যপ্রবাহ কেটে গেলেও রাত থেকে তাপমাত্রা সামান্য কমেছে। একই সঙ্গে শ্রীমঙ্গল, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং শীতের প্রবণতা বাড়তে পারে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, দেশের নদী অববাহিকায় ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ৮.৪ ডিগ্রী সেলসিয়াস। আজ (রোববার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬ টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে।
আরএস/এমএস