নাম গোপন করে স্বর্ণ এনেও ধরা বিমান যাত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

নাম পরিচয় গোপন করে স্বর্ণ বহন করেও পার পেলেন না আবু তাহের নামের এক বিমান যাত্রী। শুল্ক গোয়েন্দারা শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি মোবাইল ফোনের ভেতর থেকে ১০টি স্বর্ণের বারসহ তাকে আটক করে।

আটক স্বর্ণের মোট ওজন ১১৬০ গ্রাম। যারা বাজার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যাত্রীর নাম মোহাম্মাদ আবু তাহের (৪৩)। বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তবে বোর্ডিং পাশ অনুযায়ী যাত্রীর নাম মোহাম্মাদ আব্দুর রহিম। তিনি শনিবার দুপুর সোয়া ১২টায় বিজি-১২২ ফ্লাইটে চট্টগ্রাম হতে শাহজালালে অবতরণ করেন। যাত্রী ডোমেস্টিক আগমনী পয়েন্ট পার হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ১২টি স্বর্ণের বার উদ্ধারসহ আটক করা হয়।

স্বর্ণের বারগুলো যাত্রীর কাছে থাকা দুটি HUAWEI ব্রান্ড মোবাইল ফোনের ভিতর লুকানো ছিল। বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে মাস্কাট থেকে আগত কোনো যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ হস্তান্তর হয়েছে।

এ ব্যাপারে আটককৃতকে শুল্ক আইনে গ্রেফতার দেখিয়ে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

জেইউ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।