গাজীপুরে মাণিক্য মাধবের রথযাত্রার উদ্বোধন


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৮ জুলাই ২০১৫

শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা গাজীপুর জেলা শহরের রথখোলায় উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রথযাত্রা ও রথমেলা উদ্বোধন করেন।

জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ডালেম কুমার বর্মণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডর ও সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ। পরে রথ টান অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার ভক্ত নর-নারী অংশগ্রহণ করেন।

mofazel haque

বিশ দিনব্যাপী মেলা উপলক্ষে জেলা শহরের রথখোলা এবং আশপাশ এলাকার রাস্তার দুই ধারে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে মুড়ি-মুড়কি, খেলনা, তৈজসপত্র, আসবাবপত্রসহ নানা বাহারি সব জিনিস নিয়ে বসেছেন দোকানিরা। মেলায় এসছে নাগরদোলা ও সার্কাস।
        
আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।