শনিবার ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৬ জানুয়ারি ২০১৮

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঢাকায় আসছেন আগামীকাল শনিবার। ২৪ ঘণ্টারও কম সময়ের এ দ্বিপক্ষীয় সফর শেষে পরদিন (রোববার) তার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

জানা গেছে, শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় পৌঁছবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং রোববার দুপুর ২টায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

অন্যদিকে চারদিনের সফরে আগামী ৪ ফেব্রুয়ারি (রোববার) ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। ঢাকার কর্মকর্তারা বলেছেন, আসন্ন দুটি গুরুত্বপূর্ণ সফরেই দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে রোহিঙ্গা সঙ্কট।

জানা যায়, সময় স্বল্পতার কারণে প্রেসিডেন্ট উইদোদোর রোহিঙ্গা শিবিরে যাওয়ার বিষয়টি চূড়ান্ত না হলেও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট বাংলাদেশ সফরে রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।