সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন চিরন্তন


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৮ জুলাই ২০১৫

শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন চিরন্তন বলে মন্তব্য করেছন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। ধর্ম বর্ণ-নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে দেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানই উৎসবমুখর হয়ে উঠে।

এর আগে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবারের মতো এবারো সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সকাল ১০ টায় বিদেশি কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি, আলেম ওলামা ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।