পশ্চিমবঙ্গের ৬০০টি স্থানে ঈদের নামাজ আদায়


প্রকাশিত: ১০:০৩ এএম, ১৮ জুলাই ২০১৫

ঈদের আনন্দ বইছে বিশ্বব্যাপী। তার ছোঁয়া লেগেছে ভারতের পশ্চিমবঙ্গেও। তাই এদিনে রাজধানী কলকাতার রেড রোডে ঈদের নামাজ আদায় করেন বিপুল সংখ্যক মানুষ।

এই নামজকে কেন্দ্র করে সকাল থেকেই এ রোডে যান চলাচল বন্ধ ছিল। রেড রোড ছাড়াও কলকাতায় মোট ৬০০টি জায়গায় নামাজ আদায়ের আয়োজন করা হয়েছে।

এদিকে ঈদকে ঘিরে কলকাতা পুলিশ নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে গোটা শহর। এ কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ঈদ উৎসবে প্রচুর মানুষ শামিল হয়েছে। নতুন পোশাকে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। চলছে শুভেচ্ছা বিনিময়।

অন্যদিকে, আগাম বার্তা থাকলেও ঈদের নামাজ আদায়ে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি। ঈদ উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।