নাইজেরিয়ায় ঈদের নামাজে বোমা বিস্ফোরণ : নিহত ৬৪


প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৮ জুলাই ২০১৫

নাইজেরিয়া ঈদের নামাজে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ফক্স নিউজের খবরে বলা হয়, শুক্রবার দেশটির দামাতুরু শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি উসমান জানান, দুই নারী আত্মঘাতী হামলাকারীর মধ্যে ১০ বছরের এক শিশুও রয়েছে।

একটি ঈদগাহে মুসল্লিদের দেহ তল্লাশি করার সময় পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এখন পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি। তবে বোকো হারামে সম্প্রতি হামলার হুমকি দিয়েছিল।

এর আগে, চলতি মাসে বোকো হারামের হামলায় প্রায় ৩০০ জন নিহত হন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।