এক কাতারে আইজি-কমিশনার ও র‌্যাব মহাপরিচালক


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৮ জুলাই ২০১৫

এক কাতারে দাঁড়িয়ে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
 
শনিবার সকাল আটটায় রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা।
 
তাদের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি।
 
নামাজ শেষে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্তারা পুলিশ ও মুসল্লিগণের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
 
এআর/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।