কক্সবাজারে ঈদের জামাতে ইয়াবা প্রতিরোধের শপথ
সীমান্ত জুড়ে ইয়াবার আগ্রাসন প্রতিরোধের ডাক উঠেছে। সময়ের আলোচিত এ মাদক থেকে যুব সমাজকে মুক্ত করতে নিজেরা ব্যবসায় না জড়ানো এবং অন্যদের অবৈধ এ ব্যবসা প্রতিরোধের শপথ করেছে কয়েক হাজার মুসল্লি। কক্সবাজারের উখিয়া চৌধুরী পাড়ায় ঈদের নামাজে উপস্থিত মুসল্লিরা এ শপথ পাঠ করেন।
উপজেলার রুমখা চৌধুরী পাড়া জামে মসজিদে ঈদের নামাজ শুরুর আগে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মাহমুদুল হক চৌধুরী একাবাসীকে এ শপথ করান। এসময় তিনি বলেন, ইয়াবা হারাম ব্যবসা। এ ব্যাবসা করলে কখনোই আল্লাহর রহমত পাওয়া যাবে না। তাই ইয়াবা ব্যবসা, পাচার ও সেবন না করার জন্য তিনি আহ্বান জানান।
এসময় স্থানীয় হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ইয়াবা পাচার, সেবন ও ব্যবসা না করার এবং প্রতিরোধ করার শপথ নেন।
সায়ীদ আলমগীর/এসএস/এমএস