আরও ১ লাখ টন চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

বৈদেশিক উৎস থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ক্রয় কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের চাল আমদানির প্রস্তাব অনুমোদনের কথা জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘তিনটি প্যাকেজে বিদেশ থেকে চাল এনে দেশের বিভিন্ন স্থানের ৫৪টি কেন্দ্রে এক লাখ টন চাল সরবরাহের জন্য খরচ হবে ৪২২ কোটি ৫৯ লাখ টাকা।’

অতিরিক্ত সচিব আরও জানান, এই চাল কেনার দায়িত্ব পেয়েছেন সর্বনিম্ন দরদাতা রশীদ অটোমেটিক রাইস মিলস লিমিটেড।

গত বছর থেকে চালের দাম ঊর্ধ্বমুখী। সরকার বিদেশ থেকে চাল আমদানিসহ বিভিন্নভাবে চালের দাম কমানোর চেষ্টা করছে। গত কয়েক মাসে চালের দাম কিছুটা কমেছে। তবে চালের দাম এখনও ভোগাচ্ছে সাধারণ মানুষকে।

আরএমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।