ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। শনিবার সকাল ৮টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ও ইউনুছিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি শামছুল হক।
ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশীদসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এছাড়া জেলা শহরের টেঙ্কেরপাড়, শেরপুর ঈদগাহ মাঠ, গোকর্ণ লঞ্চঘাট ঈদগাহ মাঠ, ভাদুঘর শাহী ঈদগাহ মাঠসহ শহরের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সকাল থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে পুলিশের মোবাইল পেট্রল টিম, স্ট্রাইকং ফোর্স, সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস