যেখানে ঈদ করছেন বিএনপি নেতারা


প্রকাশিত: ০৬:২১ এএম, ১৮ জুলাই ২০১৫

নানা সমস্যায় জর্জরিত বিএনপির নেতারা এবার দেশের বিভিন্নস্থানে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। বিএনপি সূত্রে এমনটাই জানা গেছে।

জানা গেছে, গত বছরের ন্যায় এবারো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিবারের সদস্য ছাড়াই ঈদ পালন করবেন। খালেদা জিয়া ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা  শায়রুল কবীর খান জানান, ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন খালেদা জিয়া। এর পর বনানী কবরস্থানে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে মোনাজাত করে গুলশানে বাসভবনে ফিরে যাবেন।

বিএনপির বিভিন্ন নেতা ও দলীয় সূত্রে জানা গেছে, আট বছর ধরে ইংল্যান্ডে ঘরোয়া পরিবেশে ঈদ উদযাপন করে আসছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ও কন্যাকে নিয়ে যুক্তরাজ্যে ঈদ পালন করবেন। তবে এবার ঈদের দিন বা দুই একদিন পর প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারেন তিনি।

সাড়ে সাত মাস কারাভোগের পর সদ্য মুক্তি পাওয়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাতেই ঈদ করবেন। সকালে উত্তরায় ঈদের নামাজ আদায় করে খালেদা জিয়ার শুভেচ্ছা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি ঢাকার ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। এর পর তিনিও দলীয় প্রধানের ঈদ শুভেচ্ছাতে যোগ দেবেন। ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, সরোয়ারী রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ঢাকায় ঈদ করবেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ ঈদের পরের দিন তার নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম তার নির্বাচনী এলাকা যশোরে ঈদ করবেন।

জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীতে, বেগম সেলিমা রহমান ঈদের দিন ঢাকায় থাকলেও ওই দিন বিকেলে বরিশালের বাবুগঞ্জে যাবেন বলে জানা গেছে।

দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ঢাকায় ঈদ করবেন। গুলশান জামে মসজিদে ঈদের নামাজ শেষে চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এছাড়া দলের ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার তাদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন।

সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে ঈদ করবেন। কারণ চিকিৎসার জন্য বর্তমানে তিনি সেখানে রয়েছেন। ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, সাবিহউদ্দিন আহমেদ, এনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ঢাকায় দলের চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মজিবুর রহমান সরোয়ার এমপি বরিশালে, মো. হারুন রশিদ চাঁপাইনবাবগঞ্জ, মশিউর রহমান ঝিনাইদহ, আসাদুল হাবিব দুলু লালমরিনহাটে, সাবেক উপমন্ত্রী সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সকালে তার নির্বাচনী এলাকা মোহাম্মদপুরে নামাজ আদায় করে চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে অংশ নেবেন।

যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঢাকাতেই খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এমএম/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।