জলবায়ু পরিবর্তনে ২৮৮৩ হাজার কোটি টাকার প্রকল্প

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২০০৯-১০ অর্থ বছর হতে ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত ২ হাজার ৮শ’ ৮৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। মোট ৫৬০ টি প্রকল্প রয়েছে যার মধ্যে সরকারি প্রকল্প ৪৯৭টি এবং বেসরকারি প্রকল্প ৬৩টি ।

মঙ্গলবার জাতীয় সংসদে এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, গৃহীত প্রকল্পের মধ্যে ২২৭টির (সরকারি ১৭০টি, বেসরকারি-৫৭টি) কাজ শেষ হয়েছে।

তিনি বলেন, চলতি অর্থ বছরে ৩৭ কোটি ৩ লাখ ২ হাজার ৩০০ টাকা বরাদ্দে মোট ২৮টি প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় মন্ত্রী প্রকল্পের বিস্তারিত তথ্য সংসদে তুলে ধরেন।

এইচএস/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।