ঘুষ লেনদেনে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। সরকারি চাকরিবিধি (সরকারি কর্মচারী বিধিমালা, ১৯৮৫) অনুযায়ী কোনো চাকরিজীবী ফৌজদারি অপরাধে গ্রেফতার হলে তিনি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত হবেন।

ঘুষ লেনদেনের অভিযোগে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখায় প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মন্ত্রী বলেন, ‘এটা চিন্তা করার দরকার নেই এটা আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের ব্যাপার। যদি তারা কোনো ঘুষ নিয়ে থাকেন...যে কোনো ধরনের অপরাধ হয়ে থাকুক ব্যবস্থা সরকার নেবে। মন্ত্রণালয়ে ওপর যতটুকু দায়িত্ব পড়বে ততটুকু নেবে।’

‘যদি অপরাধী হিসেবে চিহ্নিত হয়, ঘুষই হোক, দুর্নীতিই হোক বা কোনো অনিয়ম হোক সে ব্যাপারে আইনিভাবে পুলিশের কাছ থেকে জানা গেছে। আইনি ব্যবস্থায় যা আছে তাই হবে। আর সেই সঙ্গে এ অপরাধে অপরাধী হলে অবশ্যই আমাদের এখান থেকে চাকরিবিধি মোতাবেক ব্যবস্থা আমরা নেব।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কখনো কোনো অন্যায়কারী, কোনো ঘুষ খাওয়া, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, বেআইনি কাজ করে কোনো লোককে আমরা প্রশ্রয় দেব না। তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

শিক্ষা মন্ত্রণালয়ে কারো জন্যই দুর্নীতি, অনিয়ম, ঘুষ বা আইনবিরোধী কাজ করার কোনো সুযোগ বা অধিকার নেই দাবি করে নাহিদ বলেন, ‘তারপরেও হয়তো হয়। আমরা শুরুর দিকে থেকে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি যাতে এখানে না হয়। আমরা নানা ধরনের ফাঁদ পেতেও চেষ্টা করেছি। আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।’

আরএমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।