নিজেদের নিরাপত্তায় নগরবাসীকেই সচেতন হতে হবে : আইজি


প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৭ জুলাই ২০১৫

রাজধানীর প্রায় ৬০ লাখ লোক ঢাকার বাইরে চলে গেছে। ফাঁকা রয়েছে রাজধানীর অধিকাংশ ফ্ল্যাট ও বাড়ি। এ সুযোগে চুরিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভাবনা থাকে। তাই এধরণের পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতার পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।
 
শুক্রবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিস্থিতি পরিদর্শন শেষে একথা বলেন।
 
এসময় তিনি বলেন, ঈদের সময় যেকোনো ধরনের দুর্ঘটনা ‌এড়াতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ফাঁকা রাজধানীর বাসা-বাড়ি, বিপনি বিতান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশ ও মোবাইল টিম কাজ করছে। এরপরও কিছুটা ঝুঁকি থাকে। তাই নগরবাসীকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে নিজেদেরকেই সচেতন হতে হবে।

মালিকপক্ষ ও আইন-শৃঙ্খলাবাহিনীর নজরদারিতে সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক রযেছে বলে জানান আইজি।

মহাসড়কে যানজটের বিষয়ে আইজিপি বলেন, টাঙ্গাইল মহাসড়কে গাড়ি নষ্ট হওয়ার কারণে বৃহস্পতিবার যানজটের ঘটনা ঘটেছে। পাশাপাশি বৃষ্টির কারণেও গাড়ি কিছুটা ধীরগতিতে চলছে।

এআর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।