ন্যাম ভবনে এমপির ছেলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক , জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২১ জানুয়ারি ২০১৮

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজ (২৬) ঢাকার ন্যাম ভবনে আত্মহত্যা করেছেন। ন্যাম ৫নং ভবনের ৫০৪ নম্বর রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। শনিবার রাতের কোনো এক সময় তিনি এ ঘটনা ঘটান।

নিহতের চাচা শরিফুল্লাহ কাইসার সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনও জানা যায়নি।

জানা গেছে, বাবা এমপি মুস্তফা লুৎফুল্লাহর আজ রোববার সংসদে অধিবেশনে যাওয়ার কথা রয়েছে। সকলে ঢাকাতে পৌঁছে দরজায় ধাক্কা দিয়ে না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে মরদেহটি দেখতে পায়।

শেরে বাংলা নগর থানার এসআই শফিকুর জানান, রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটের তার গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। এছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের লোকজনও মৃত্যুর কারণ বলতে পারছেন না।

শেরে বাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস (জিজি বিশ্বাস) বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সোহরাওয়ার্দি মেডিকেলে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে ঘটনা শোনার পর সাতক্ষীরায় এমপির স্থানীয় বাড়িতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করছেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন না।

আকরামুল ইসলাম/জেইউ/এআর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।