ঈদ ও পূজায় রেলে ‍যুক্ত হচ্ছে নতুন ১৩০ বগি


প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৪

ঈদ ও শারদীয় পূজায় ঘরমুখো মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিশ্চিত করতে চলাচলকারী ট্রেনের সঙ্গে যোগ হবে নতুন ১৩০টি বগি। আর বিকল হওয়া ট্রেনের ইঞ্জিনকে গতিশীল রাখতে প্রস্তুত রাখা হয়েছে আরও ৩০টি লোকোমেটিভ ইঞ্জিন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রেলমন্ত্রী মজিবুল হক বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।  রেলপথ মন্ত্রী বলেন, এবার পবিত্র ঈদুল আযহার ও শারদীয় দুর্গাপূজা এক সঙ্গে হওয়ায় ট্রেনে উপচে পড়া ভিড় হবে। যাত্রীদের এ অতিরিক্ত চাপ কমাতে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৭টি স্পেশাল ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, যাত্রীদের সেবা দিতে ট্রেনগুলোর সঙ্গে আরও ১৩০টি বগি যোগ করা হবে। সেই সঙ্গে অতিরিক্ত আরও ৩০টি লোকমোটিভ ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে। কোথাও কোনো ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে এ ৩০টি ইঞ্জিন দিয়ে আমরা ট্রেন চালাব। পবিত্র ঈদুল আযহার ও শারদীয় দুর্গাপূজায় যাত্রী সেবা দিতে শতভাগ প্রস্তুত রয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।