রাজধানীতে ঈদের জামাত কোথায় কখন
আনন্দ ও উচ্ছ্বাসের ফোয়ারা নিয়ে দরজায় কড়া নাড়ছে ঈদ। রাত পোহালেই পবিত্র ঈদ-উল-ফিতর। প্রতিবারের মতো এবারও রাজধানীর বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন। ঈদের নামাজে ইমামতি করবেন চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরী।
এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও অনুষ্ঠিত হবে ঈদের পাঁচটি জামাত। যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় বায়তুল মোকাররমে ঈদের জামাতগুলো হবে।
এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় থাকছে ঈদের জামাতের ব্যবস্থা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি ঈদ জামাত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল মেইন গেট সংলগ্ন মাঠে এবং শহীদুল্লাহ হলের মাঠ ও বুয়েট খেলার মাঠে সকাল পৌনে ৮টা থেকে দুটি জামাত অনুষ্ঠিত হবে। গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জামাত। তবে আবহাওয়া খারাপ থাকলে সাড়ে ৯টার দিকে আরেকটি জামাত হবে।
এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে একাধিক ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে।
এইচএন/এমএস