ক্রুটিপূর্ণ যানবাহনের মালিকদের শাস্তি দেয়া উচিত


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১৭ জুলাই ২০১৫

ক্রুটিপূর্ণ যানবাহনের কারণেই তীব্র যানজটের সৃষ্টি হয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সব যানবাহনের মালিকদের শাস্তি দেয়া উচিত ।

শুক্রবার সকালে বাইপাইলে ঢাকা-আশুলিয়া ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী।

সেতু মন্ত্রী বলেন, ক্রুটিপূর্ণ যানবাহনের কারণেই নবীনগর-চন্দ্রা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ।

এসময় তিনি আরো বলেন, ঈদে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানোর জন্য মালিক ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।