ঈদুল ফিতর উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ব্রিটেনসহ বিশ্বের মুসলমান সম্প্রাদায়ের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমগুলোতে পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বিশ্বের অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মুসলিম সম্প্রাদায়ের হাজার হাজার পাউন্ড দান খয়রাত ও জাকাত প্রদান ইসলামের মানবিক মূল্যবোধকেই সবকিছুর উর্ধ্বে তুলে ধরেছে রমজানের পুরো একটি মাস’।
ডেভিড ক্যামেরন বলেন, ‘মসজিদ, সিনাগগ, চার্চসহ ভিন্ন ভিন্ন ধর্মীয় উপসনালয় এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র রমজানের ইফতার, যা কমিউনিটি ঐক্য সুদৃঢ় করতে নি:সন্দেহে ব্যাপক ভূমিকা রাখবে’।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এত লম্বা ও গরমের সময়ে রোজা রাখা এত সহজ ছিল না, অভাবগ্রস্ত মানুষের জীবন কেমন হয়, পবিত্র রমজান এটি অনুধাবন করার সুযোগ দিয়েছে রোজাদারদের’।
তিনি বলেন, ‘সন্ত্রাসী আক্রমণ, শুধু আক্রান্ত জনগোষ্ঠিই নয়, শুধু ইসলামই নয়, এটি আমাদের সবার উপর আক্রমণ, এই সন্ত্রাসী গোষ্ঠিকে আমাদের হারাতেই হবে’। প্রকৃত ইসলাম ও মুসলমানদের দৃষ্টিতে আইসিস, আইসিলসহ ঐসব জঙ্গি সন্ত্রাসীরা কোনো মুসলমান নয়।
এসকেডি/এমএস